Hotline: (+88) 01633 241 119

Email: connect@potro.life

Hotline: (+88) 01633 241 119

Email: Potro.lifeofficial@gmail.com

SOBUJ-e কী, কীভাবে এবং কেন?

WhatsApp Image 2023-07-26 at 8.16.26 PM

বায়োফিলিয়া, সহজ বাংলায়, প্রকৃতির সান্নিধ্যে সতেজতা’। হালের জনপ্রিয় এ শব্দটি, অনায়াসেই চর্চা করতে পারেন, এ অস্থির সময়ের জীবনে। দরকার কেবল  SOBUJ-e’এর একটি আরবান ইউনিট’।

SOBUJ-e’কী, কীভাবে এবং কেন?  

SOBUJ-e’ব্যস্ত সময়ের আধুনিকতম গাছের টব’। মুঠোফোন অ্যাপনির্ভর, স্মার্ট এ প্ল্যান্টারটি অনায়াসেই এটে যাবে গৃহকোণে, ধারণ করবে ২১টি গাছ।

আর সেই গাছগুলো হলো, পুঁইশাক, শিম, বেগুন, করলা, মরিচ, টমেটো, শসা, গাজর, লেমস গ্রাস, পুদিনা, লেটুস, তুলসী। ব্যস্ত শহুরে জীবনে ছোট ফ্ল্যাটটিতে মেতে উঠতে পারেন কৃষিকাজে অথবা উপভোগ করতে পারেন বাহারী ফুল কিংবা পাতাবাহার। কারণ  SOBUJ-e’আরো ধারণ করতে পারে অপরাজিতা, বেলী, জুঁই, নয়নতারা, হাইব্রিড জবা, পর্তুলিকা, মানিপ্ল্যান্ট, পিস-লিলি, স্নেইকপ্ল্যান্ট, ইংলিশ আইভি, স্পাইডার প্ল্যান্ট ও অন্যান্য লতানো গাছ। যা আপনার অন্দরের বাতাস রাখবে নির্মল ও পরিচ্ছন্ন।
নিজস্ব ব্যবস্থাপনায় পানি পুর্নব্যবহার প্রযুক্তি আপনাকে দৈনন্দিন পানি দেয়া রাখবে চিন্তামুক্ত। মাসে দুইবার ডিভাইসটির নির্ধারিত স্লটে পানি রিফিল করে নিশ্চিন্তে উপভোগ করুন গৃহকোণে সতেজতা।
একটি স্মার্ট নির্ঝঞ্জাট জীবনে যোগ করুন কেমিক্যালবিহীন প্রাকৃতিক কোমলতা। আর হ্যাঁ গান শোনালে বিকশিত হয়, বিকালে কিংবা মাঝে চা কাপ হাতে গুনগুনিয়ে দু-এক লাইন শুনিয়ে খুশি রাখুন ঘরের সতেজ সঙ্গীদের।

– স্থপতি নওরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *